Welcome to Online IT Park & Networking !

user Login
0
Home Pc Builder compare0

terms and conditions

প্রথমে আমাদের ব্যবসা এবং সার্ভিস সম্পর্কে জানুন

বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন আইটি শপ, itpark.com.bd আপনার ডিজিটাল তথ্য প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ এবং এদের বিভিন্ন পার্টস ইত্যাদি পন্যের উপরে নানা অফার ও আকর্ষনীয় ডিসকাউন্ট প্রদান করে থাকে । এই আইটি শপ এর লক্ষ : সৎ ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে সারা বাংলাদেশের মানুষের নিকট (itpark.com.bd কে ) বিশ্বস্ত একটি অনলাইন আইটি সেন্টার তৈরী করবো। বেশিরভাগ পন্যের ক্ষেত্রে ক্রেতারা বাসায় বসে পণ্য অর্ডার করে এবং বাসায় বসেই মুল্য পরিশোধ করতে পারে।

ঢাকার ভিতরে আমাদের প্রোডাক্ট ডেলিভারি এবং পেমেন্ট সিস্টেম

ক্যাশ অন ডেলিভারি/হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। ডেলিভারি চার্জ ১০০ টাকা। পণ্যের টাকা ডেলিভারি ম্যানের কাছে প্রদান করবেন। অর্ডার কনফার্ম করার ৪৮ ঘণ্টার ভিতর ডেলিভারি পাবেন। বিঃদ্রঃ- ছবি এবং বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্যেও আপনি পণ্য গ্রহন করতে না চাইলে ডেলিভারি চার্জ ১০০ টাকা ডেলিভারি ম্যানকে প্রদান করতে বাধ্য থাকিবেন।

ঢাকার বাহিরে আমাদের প্রোডাক্ট ডেলিভারি এবং পেমেন্ট সিস্টেম

কন্ডিশন বুকিং অন কুরিয়ার সার্ভিস (জননী কুরিয়ার অথবা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস) এ নিতে হবে। কুরিয়ার সার্ভিস চার্জ ২০০ টাকা বিকাশে অগ্রিম প্রদান করতে হবে। কুরিয়ার চার্জ ২০০ টাকা বিকাশ করার পর ৪৮ ঘন্টার ভিতর কুরিয়ার হতে পণ্য গ্রহন করতে হবে এবং পণ্যের টাকা কুরিয়ার অফিসে প্রদান করতে হবে। বিঃদ্রঃ- ছবি এবং বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্যেও আপনি পণ্য গ্রহন করতে না চাইলে কুরিয়ার চার্জ ২০০ টাকা কুরিয়ার অফিসে প্রদান করে পণ্য আমাদের ঠিকানায় রিটার্ন করবেন।

বিক্রিত পণ্য ফেরত নেয়া হয় না তবে নিন্ম লিখিত ক্ষেত্রে পন্য পরিবর্তন বা মুল্য ফেরত প্রযোজ্য।

আপনার যত প্রশ্ন আছে তা বর্ননার সাথে মিলিয়ে অথবা আমাদের কাছ থেকে জেনে পন্য অর্ডার করুন। ছবি এবং বর্ণনার সাথে পন্যের মিল থাকলে পণ্য ফেরত নেয়া হবে না । তবে আপনি চাইলে আপনার গ্রহন করা পন্যের সম মুল্যের বা বেশি মুল্যের পণ্য নিতে পারবেন (যে টাকা বেশি হবে তা প্রদান করতে হবে ) । কম মুল্যের পণ্য নেয়া যাবে না ।

প্রোডাক্ট সার্ভিসিং জনিত নিয়মাবলী

পণ্য আনা নেয়ার খরচ আপনাকে দিতে হবে। যে সকল পন্যে ওয়ারেন্টি আছে তার ওয়ারেন্টি সার্ভিস আমরা প্রদান করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে পন্যের ব্রান্ড আপনাকে সার্ভিস প্রদান করবে তবে সে ক্ষেত্রে আপনার নিকটস্থ সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে পারবেন। পণ্য সার্ভিস করতে যাওয়া আসা বা পাঠানো এবং রিটার্ন করার খরজ আপনাকে বহন করতে হবে।